ডাঃ ফজলুল আমিন
প্রতিষ্ঠাতা
আমাদের কলেজের প্রতিষ্ঠার পেছনে রয়েছেন এক মহান পুরুষ। কৃতী এ মানব হলেন ডাঃ ফজলুল আমীন। জন্ম ১৯২১ সালের ফেব্রুয়ারিতে। পিতা- মনোয়ার আলী আর মাতা- ওমরাহ খাতুন। প্রাথমিক শিক্ষা লাভ করেন Middle English School থেকে। মাধ্যমিক বিদ্যালয়ে ডাবল প্রমোশন পেয়ে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। চিকিৎসা বিদ্যায় পড়াকালীন সময় দুটি বৃত্তি প্রাপ্ত হন। চিকিৎসক হয়েই ঝাঁপিয়ে পড়েন মানব সেবায়। পি,এইচ,আমীন একাডেমী পুনঃপ্রতিষ্ঠায় তিনি বিশাল অবদান রাখেন। স্বপ্ন দেখেছিলেন এ এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠা করবেন। ১৯৭৬ সালের ১০ মার্চ মাত্র ৫৫ বছর বয়সে তিনি অকাল প্রয়াত হন। দক্ষিণ কাট্টলীর হোসেন চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। তার স্বপ্নের বাস্তবায়নে এগিয়ে আসেন সহধর্মিনী মোছাম্মৎ হাজেরা খাতুন ও উত্তরসূরিরা। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় ডাঃ ফজলুল-হাজেরা কলেজ যা পরবর্তীতে ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়।